সন্ধ্যায় বাবা হাট থেকে গরু নিয়ে ফিরতেই সাইফা কান্না শুরু করলো। বাবা কান্নার কারন জিজ্ঞেস করতেই বললো,
‘আমার এই গরু চাই না। এটা ফেরত দাও। ‘
সাদাফ সাহেব আদর করে বলতে লাগলো,
‘কেনো মামনি! তুমি তো কাল এমন একটা গরুর ছবি একে দেখিয়েছিলে। আমি খুজে খুজে তোমার ছবির মতো বড় শিং ওয়ালা গরু এনেছি।’
সাইফা কাদতে কাদতে বললো,
‘তুমি খালি শিংটাই দেখলে রঙ দেখলে না কেনো? এই কালো গরু আমার চাই না। ‘
বলে আবার কান্না জুড়ে দিলো। মেয়েকে শান্ত করার চেষ্টা করে সাদাফ সাহেব বললো,
‘আচ্ছা মামনি বলো কি রঙের গরু একেছিলে? ‘
‘তুমি ভূলে গেছো বাবা। আমি পিংক কালারের গরু একেছিলাম। কাল ঈদের জন্য পিংক কালার জামা কিনেছি গরুর সাথে ম্যাচিং করে পড়বো বলে। এবার আমার পিংক কালারের গরু এনে দাও।’
মেয়ের কথায় সাদাফ সাহেবের মাথায় হাত।
এমন সময় পেছন থেকে আরো একজনের কান্নার আওয়াজ পাওয়া গেলো। সাইফার ছোট ভাই সাইমন কাদছে। তার কান্নার কারন জানতে চাইলে বললো, ‘আপুর পিংক গরুর সাথে আমারো জামার সাথে ম্যাচিং নীল গরু এনে দাও।’
Leave a Reply