1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১০:৩১ অপরাহ্ন

# কষ্ট_কে_সুখ_ভেবে_নিই # খোরশেদ

  • আপডেট টাইম : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ২৯৬ বার
কষ্ট, কি সুন্দর আকর্ষণীয় একটা শব্দ
কেউ নিতে বা পেতে চায় না…
আর যাদের এর সাথেই বসবাস
তাকে কষ্টের ভয় দেখিয়ে কি লাভ!
যে জানে তাকে কষ্ট নিয়ে পাড়ি দিতে হবে দিগন্ত
সে কেন ভয় পাবে সকালের মেঘেঢাকা সূর্যোদয়!
যে নিশ্চিত জানে জীবনে সুখ নামের যে পাখির বাস
তার সাথে কখনো কালে ভদ্রে দেখা হলেও সে হারিয়ে যাবে
তবে কেন সে কষ্টের ভয়ে লেজ গুটিয়ে র’বে!
সুখ নিয়ে যদি কেউ মজা পায়, পাক না
তাতে তো আর কষ্টকারীর আক্ষেপ হবার কথা নয়।
হঠাৎ সুখের মাঝে হারিয়ে, নিজেকে ফিরে পেতে বরং কষ্ট আরও বেশী…
তাই কষ্টকে আপন করে যে বেঁচে থাকে,
মৃত্যু ভয়ও তার কাছে কোন ভীতি সৃষ্টি করতে পারে না…
সুখ স্মৃতি যে খুঁজে বেড়ায় সুখ তার কাছ থেকে পালিয়ে বেড়ায়
কষ্ট’কে যে সুখ করে নিয়েছে, তার আর কিছুর দরকার পড়ে না।
এক চিলতে হাসি দিয়ে কষ্টকে আপন করে চলার মধ্যেও একটা গাম্ভীর্য আছে।
শ্রেয়, কারো মুখাপেক্ষি হবার চেয়ে।
জয় হোক কষ্টের
সুখি হোক ধুর্তরা॥

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..