বোঝে না চেতনা
করোনা
বোঝে না ফেতনা।
করোনা
বোঝে না কে পিতা কে মাতা
করোনা
বোঝে না কে ঋনী কে দাতা।
করোনা
চিনে না পুলিশ, পাবলিক
করোনা
বোঝে না মালিক, শ্রমিক।
করোনা
বোঝে না কে ভাই কে প্রেমিক
করোনা
বোঝে না কে দল কে লীগ
করোনা
বোঝে না হুজুর, মজুর
করোনা
বোঝেনা কে সরকার কে বেকার।
করোনা
বোঝে না কে চালক কে যাত্রী
করোনা
বোঝে না দিন বা রাত্রি।
করোনা
স্রষ্ঠার এক অদৃশ্য বাহিনী
করোনা
মানব জাতীর করুণ কাহিনী!
করোনা
বোঝে না তুমি কিংবা সে
করোনা
বুঝিয়েছে তুমি আমি কে!
করোনা
নয়তো ভীত বুলেট বা গুমে
করোনা
একমাত্র স্রষ্টার কথা শোনে।
করোনা
যদি কর ভয়
বের হইও না যদি প্রয়োজন না হয়!
করোনা
মানে না কারও কোন বাধা
করোনায়
ঘুরে যারা সব একেকটা গাধা।
করোনায়
যে জাতির হয়নি এখনো হুঁশ
করোনা
সে জাতিকে করেছে বেহুঁশ।
করোনা
বোঝে না কার ক্ষমতা কত
করোনা
বোঝে শুধু হতে হবে নত।।
করোনা
থেকে যদি মুক্তি চাও
বাইরে মাস্ক পরো
না হয় বাসায় রও।।
Leave a Reply