1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন

কবিদের কবিভবন চাই ### মারুফ বিল্লাহ

  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩০০ বার

কবির কবিতা জীবিত,

প্রতিটি লেখায় থাকে ভিন্ন স্বাদ,
কখনো কাঁদায়,কখনো হাসায়
কখনো ভাবের জগতে চলে যায়।
কবিরা লিখে যায় নির্জনে নিবৃত্তে
মনের গহীনে থাকা সুপ্ত কথাগুলো
কাব্যকথায় লিখে যায় ডায়েরীর পাতায়
একের পর এক লিখে যায়,হয়না ক্লান্ত।
কবিরা কথা বলে দেশপ্রেমের
কবিরা কথা বলে অন্যায়ের বিরুদ্ধে
কবিরা উন্নয়ণমূলক কাজেও জড়িত
কবিরা চায় অন্যেরাও ভালো থাকতে।
কবিদের সুক্ষ চিন্তা চেতনায়
আবিষ্কার করে নতুন চিন্তাধারা,
কবিদের প্রতিটি লেখা বা কথা
দেশ ও জাতির উন্নয়ণের স্বার্থে।
কবিরা কাজ করে নিঃস্বার্থে
কবিরা চায় না কোনো টাকা কড়ি
কবিদের চাই একটি কবিভবন
যেখানে হবে কবিদের মিলনমেলা।
বর্তমানে কবিদের নেই কবিভবন
হাজার হাজার কবি আছে বিশ্বে,
ভার্চুয়াল জগতে সম্পর্ক সবার সনে
সরাসরি হলে দেখা,লাগবে আরো ভালো।
বঙ্গকন্যার প্রতি করছি আবেদন
কবিদের চাই অতিসত্ত্বর কবিভবন,
অনেক কবি চলে যাচ্ছে পরপারে
অনেক লেখায় আমরা পাইনা খোঁজে।
কবিদের কবিভবন হলে নির্মিত
সকল কবির লেখা হবে সংরক্ষিত,
কবিদের দেয়া সকল কাব্যকথা
আগামী প্রজন্মদের হবে সুন্দর পথচলা।
May be an image of 1 person, beard, sunglasses and sky

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..