বাংলা তুমি,
রূপের জাদুতে মুগ্ধ করলে প্রাণ,
জীবন দিয়ে রাখবো আমি তোমার মাটির মান।
বাংলা তুমি,
সুজলা-সুফলা আমার নাড়ির টান,
তোমার গৌরব থাকবে চির অম্লান।
বাংলা তুমি,
নিদ্রাতে হও মায়ের আঁচল, জাগরণে শক্তি,
তোমার মাটিতে জমিয়ে রেখেছি আমার যত ভক্তি।
বাংলা তুমি,
মায়ের ভাষায় বাউলের সুরে গান,
নিত্যবেলা গ্রহণ করি তোমার সুধা-দান।
Leave a Reply