মধ্য রাতে শোনা গেলো- জনতার শোর ! “গেলো গেলো পালিয়ে গেলো চোর! চোর! চোর!
চোর পালালো চুরি করে- সৎ ও ধার্মিক মানুষের সম্মান !
সাথে নিলো বিবেক-বুদ্ধি ভালোবাসার টান!
মানুষের মনুষত্ব নিয়েছে,
বুদ্ধিজীবির বোধ!
অবশিষ্ট আছে কেবল- হিংসা ঘৃনা ক্রোধ!
মানবতার সব নিয়েছে যেটুক ছিলো বাকি,
সকল কিছু হারিয়ে আমরা এখন কি করে বেঁচে থাকি?”
Leave a Reply