পদ্মা সেতু পদ্মা সেতু তুমি বাংলাদেশের অহংকার,
তুমি বিশ্বের বিস্ময় এমনই স্থাপনা হয় না তুলনা তার,
তুমি দেখালে সোনালি স্বপ্ন জাতির মনে নতুন আশা
প্রাণে প্রাণে আজ ছড়িয়ে দিলে অকৃত্রিম ভালোবাসা,
তোমার কারণেই স্থাপিত হলো সারা অঞ্চলে সম্প্রীতি,
যোগাযোগ ব্যবস্থা সহজ হলো বদলে যাবে অর্থনীতি,
তুমি এমনই স্থাপনা হয় না তুলনা তোমার তুলনা তুমি,
প্রাণে এসেছে নয়া উদ্যম এবার উন্নত হবেই জন্মভূমি,
——-
২৪ জুন-২০২২ মধুপুর, টাঙ্গাইল।
Leave a Reply