1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন

“কনক” – – – কবিঃ মোঃ নূরহোসেন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ১৬১ বার
তৌহিদুল ইসলাম কনক
জানি না, কয় সন্তানের জনক।
পূর্ণ নামটি কেউ বলিনা,কনক সবাই বলি
যেই মানুষটির বিচরণ বাংলার অলিগলি।
টেকনাফ থেকে তেতুলিয়া কবি-র বন্ধু কবি
ফেসবুকে চোখ রাখিলে দেখি তাহার ছবি।
শহর নগর গাঁও-গ্রামের কবি তিনি খোঁজেন
অবহেলা প্রচারবিমুখ কবি-র অন্তর বুঝেন।
তাই তো তিনি প্রতিটি দিন কবি-র দ্বারেদ্বারে
উৎসাহ আর উদ্দীপনা,রাখেন উপহারে।
নিন্দুকেরা নিন্দা করে,কেউবা বুঝে ভুল
হাসিমুখে তিনি তাদের গলায় পরায় ফুল।
নাম বেনামী ক্ষুদ্র মাঝারি সব ধরনের কবি
টেনে এনে বড় কবির পাশে তোলেন ছবি।
এমন মহত্ত্ব কাজটি তিনি নিত্যদিনই করেন
গোমরা মুখির হাতটি তিনি হাসি দিয়ে ধরেন।
বিনিময় চাননা তিনি কখনো কারো কাছে
দোয়া করি তিনি যেন শতবছর বাঁচে।
—————————+————————-
ইসলাম নগর, আমঝুপি, মেহেরপুর, বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..