এসো প্রিয়,
এক জীবনের সব কষ্ট ভুলে গিয়ে আজ লিখবো প্রণয়ের কবিতা
ভুলগুলো থাক পেছন পড়ে
শুধরে নেবো আপেক্ষিকতায়।
আমার নীল শহরে মধ্যরাতের নির্জনতায় এসো প্রিয়…
এসো রং নিয়ে এসো বসন্ত নিয়ে
আমি দু’হাতে সাজাবো কৃষ্ণচূড়া
তুমি পরিয়ে দেবে পলাশের টিপ।
দুঃসহ অভিশাপ থেকে মুক্ত করে
ভালোবাসায় মাখিয়ে দেবো তোমার পৌরুষ…
আসছে কৃষ্ণ পক্ষের রাতে লীন হবো দু’জনাতে…
দূরে অচেনা দম্পতি পাখি গাইবে প্রেমের সারগাম…
ধীরেধীরে ফুটে উঠবে জ্যোৎস্নার ফুল…
খুলে যাবে স্বর্গের দুয়ার।
এসো প্রিয় এসো কাছে
স্বপ্নের বুনো হাঁস ভেসে বেড়াক ইছামতীর উজানে।
১৪ মার্চ ২০২২
রাতঃ-১ঃ০৪
কুমিল্লা।
Leave a Reply