খুব করে চাইতাম
বইমেলায় লাখো মানুষের ভিড়ে তোমার সাথে আমার দোখা হোক, পথ চলতে চলতে তোমার কাঁধ আমার কাঁধে লাগুক…
সব সময়ই চাইতাম টং দোকানের গরম রঙ চা-টা তোমার শাড়িতে পড়ুক
তুমি লাফ দিয়ে উঠে হামার হাতটা ধরবে আর আমি মাটির কলসির পানিতে আলতো হাতে শাড়ির ভেজা অংশটা ধুয়ে দিবো
খুব করে চাইতাম ফুটপাতে বসে তোমার সাথে পান চিবাতে
তোমার গোলাপী ঠোঁট দু’টো টকটকে লাল রঙে রাঙ্গানো থাকবে আমি অপলক চেয়ে থাকতাম ঐ ঠোঁট পানে মুখ পানে…
কত স্বপ্নই না তোমায় নিয়ে রচিতাম রোজ,
তুমি কোন বনে ঘুরে বেড়াতে অন্ধকার আর চাঁদনিতে কখনই পাইনি তোমার খোঁজ!
খুব করে চাইতাম শহরের বিখ্যাত কোন ফাস্টফুড রেস্তোরায় তোমায় নিয়ে একটা টেবিল বুক করে বসবো সারাদিনের জন্য, তোমার পছন্দের সব খাবার একে একে ওরা পরিবেশন করবে, অনেক লম্বা সময়ধরে তুমি খাবে আমি দেখবো আর সিগারেটে ফুঁক দিবো, জানোতো ফাস্টফুড আমার কোন কালেই পছন্দের তালিকায় ছিলো না, এখনো নেই।
সবই বাকি রয়ে গেলো। তোমায় নিয়ে আর স্বপ্নও দেখা হলো না, ইচ্ছেরাও যেনো কোথায় হারিয়ে গেলো!
শুধু রয়ে গেলাম এই আমি
যাই যাই বলেও যাওয়া হলো না…
এ জাতীয় আরো খবর..
Leave a Reply