একুশ মানে মায়ের ভাষায় ভালবাসি বলা
একুশ মানে সাহস নিয়ে রাজপথে চলা।
একুশ হলো ঘুম থেকে জেগে আমার সকাল বেলা
একুশ হলো বিকাল বেলা আড্ডা আর খেলা।
একুশ মানে আমার আবার কবিতা লেখার ভাবনা
একুশ মানে গল্পের মাঝে পাওয়া, জীবন আয়না।
একুশ হলো দুরন্তপনা, অবিরত এগিয়ে যাওয়া
একুশ হলো ভাষার সাথে, উদ্যম খুঁজে পাওয়া।
একুশ মানে বাংলা নিয়ে অনেক আবেগী যারা
একুশ মানে আশা নিয়ে সপ্ন সত্যি করা।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply