1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন

একুশ আমার কলমে—সেলিনা হোসেন

  • আপডেট টাইম : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৯৩ বার
০৭.০২.২০২১
একুশ আমার অহংকার,
একুশ আমার গর্ব,
একুশ আমার স্পন্দিত প্রাণ,
একুশ আমার সর্ব।
একুশ আমার মায়ের ভাষা।
স্নিগ্ধ প্রাণের খুশি,
বোনের পায়ের রূপার পায়েল।
ভাইয়ের মুখে হাসি
একুশ আমার সোনামনির
কাব্য গাঁথা হাসি।
ঝিলের জলে সোনা বৌয়ের
অবাধ সাঁতার ভাসি।
একুশ আমার হাতের কঙ্কর
ডাকছে সুমধুর।
একুশ আমার পদ্মা, মেঘনায়,
ভাটিয়ালির সুর।
একুশ আমার বংশাই নদীর
দুরন্ত শৈশব।
ভাইয়ের মুখে উচ্চরবে
প্রভাত কলরব।
একুশ আমার রক্ত মাখা
টুকটুকে লাল ফুল,
একুশ আমার অবুঝ শিশুর
মায়ের কোমল কোল।
একুশ আমার রবী ঠাকুর
প্রভাত ফেরির গান।
ঝাকরা চুলের নজরুলেরই
অবিনাশি প্রাণ।
একুশ আমার হুমায়ুনের
হলদে হিমুর বাস।
একুশ আমার সুফিয়া কামাল
জয়নুলের উচ্ছ্বাস।
একুশ আমার বিশ্ববাংলা
মাতৃভাষায় লেখা,
সবার মুখে সবার বুকে
সালাম রফিক আঁকা।
একুশ আমার শ্রমিক মুখে
শ্লোগান মুখর দিন।
শিমুল বনে হেঁটে যাওয়া
যুবক প্রাণের বীন।
একুশ আমার উচ্ছ্বসিত
আবৃত্তি ঝঙ্কার।
একুশ আমার স্তব্ধ বুকের
ঝাঁঝালো ওঙ্কার।
একুশ আমার প্রভাত বেলার
সোনার আলোর রবি,
একুশ আমার প্রাণের ঝিলিক
ফাল্গুনী এক ছবি।
একুশ আমার কিচিরমিচির
পাখির উদার মাঠ।
জোছনা মায়ায় জাদুকরি
এক ফালি সেই চাঁদ।
একুশ আমার বোনের হাতের
মেহেদি রাঙা হাত।
জোছনা রাতে তলিয়ে যাওয়া
স্বপ্ন সুখের রাত।
একুশ আমার একুশ তোমার
জীবন প্রেমের স্বাদ।
একুশ আসে বছর জুড়ে
ভাঙতে সকল বাঁধ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..