1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন

একুশ অতঃপর – – – – – – – – ডাঃ ফিরোজ খান

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৯ বার
একুশের শানিত চেতনার ফসল
আমার স্বাধীকার
আমার গৌরব গাঁথা স্বাধীনতা।
অর্থনৈতিক মুক্তি, সামাজিক শান্তি
সার্বভৌমত্বের গ্যারান্টি
আমার রাজনীতির অঙ্গীকার
স্বাধীনতার অলংকার একুশ
আজ বড় অসহায়।
হে একুশ তুমি প্রানের আবেগ না হয়ে
প্রতিরোধের বহ্নি শিখা হয়ে কেন আসো না!
তোমাকে নিয়ে আমার কতো স্বপ্ন
নগ্নপদে কতো প্রভাতফেরি
তুমি কেন কঠোর চেতনা নিয়ে জেগে উঠোনা!
ছিন্ন বসনে যখোন বসন্তীদের দেখি
জঠর জ্বালায় সন্তান বিক্রির দৃশ্য দেখি
নারীত্বের শেষ সম্বলটুকু যখোন
অহরহ আত্মসমর্পণ করে হায়েনার ধর্ষণে
তখনো তোমাকে বড় বেশি মনে পড়ে একুশ
শরীর শিউরে ওঠে
প্রাণ নিস্পন্দ হয়
যখন দেখি
প্রিয় মাতৃভূমি সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন
লারমাদের দৌরাত্ম্য
বেরুবাড়ীর দাগ না শুকাতেই
এ কিসের ছোবল?
ফারাক্কার অভিশাপে যারা রিক্ত নিঃস্ব বুভুক্ষু
তাদের হৃদয়ের কঠোর যন্ত্রণার
বহ্নি শিখা হয়ে কেন এসো না একুশ?
হে একুশ তুমি কঠোর হও!
আমার অহংকার একুশ
তোমার অপমান
আমি সইতে পারি না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..