আজও আমি একলা চলি তোমায় ভেবে।
যত কোলাহল যত লোকের ভিড়েই আমি
যাই না কেন, তবুও ভিতরে আমি একা,
বড্ড একা তোমায় ভেবে!
বুকের ভিতরে মনকে মন বসিয়ে দেওয়া
কষ্টের ভারীবোঝা বয়ে বেড়াতে,
ভীষণ কষ্ট হয়!
হাঁপিয়ে যাই কখনো কখনো!
সইতে না পেরে শাসন -বারণহীন চোখ দুটো
অসহায়ের মতো লুকিয়ে লুকিয়ে কেঁদে ফেলে!
কপোল গড়িয়ে যখন ফোঁটা ফোঁটা জল
বুকের পরে আঙুলের ডগায় পড়ে,
দখিনা বাতাস তখন আলতো স্পর্শে মুছে দিয়ে বলে-
কাঁদো আরও বেশি করে কাঁদো
হালকা করো নিজেকে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply