ভালোবাসার এক মুঠো কিসমিস বিকেল,
রাতের জোছনায় ভিজিয়ে রেখে;
নিরুদ্দেশ হয়ে যায় সকাল।
ঘটা করে মন খারাপের জন্মদিন পালন করতে গিয়ে,
ঠায় দাঁড়িয়ে থাকে খুশির ঈদ মোবারক।
কোলাব্যাঙেরও আজকাল শ্বাসকষ্ট হয়,
কারণ একটাই।
উত্তর আধুনিক যুগটাই বড্ড গোলমেলে এক অণুজীবের খাদ্যে পরিনত হয়ে গেছে।
বুকের বাম পাঁজরে আজকাল বাসি ভাতের আঁশটে গন্ধ,
নাক উঁচু করে চলে যায় উপর তলার প্রেম।
খোদ মার্কিন যুক্তরাষ্ট্র নেমে আসে,
পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ের বৃষ্টি ফোঁটায়।
উপজাতি শরীর সাপের কামড়ে বিবশ,
ঘাসফড়িং এর গর্ভপাতে সরকারের আবার কিসের মাথাব্যথা!
উপর্যপরি পোকামাকড়ের আক্রমণে সরকারি গুদামে অট্টহাসি,
বেকারত্ব দূরীকরণে যুবসমাজের স্বপ্নের “জোর যার মুলুক তার ” শিরোনামে হাইকোর্টের সম্মতি সিল।
মাঝ রাতের ঘুমের সিথানে ঘেমে জবুথবু চুমুর যৌবন,
কারণ একটাই।
অক্ষয় উপাধিতে ভূষিত হয়ে,
মারির তাণ্ডবে চলছে তৃতীয় বিশ্ব যুদ্ধ।
প্রত্যেকটা সকাল লাশের ক্রমিক নম্বরের গল্পে ডুবে থাকে,
লক ডাউন, শাট ডাউনের লগ্ন ঠিক করতে করতে;
মারির আদলে সর্বত্র ছড়িয়ে পড়ে,
হিংসা, ঘৃণা আর অপমানের জঘন্য প্রতিশোধ।
অণুজীবের ঠোঁটে কেবল ক্রুর হাসির রোদ্দুর,
অথচ একমুঠো কিসমিস বিকেলের অপেক্ষারা এখনও বর্তমান।
Leave a Reply