একদিন দেখেছি…
সবুজ পাতার ফাঁকে ধূসর জীবন !
একদিন শুনেছি…
নরম ঘাসের বুকে লাল নীল পাখি,
দৈবাৎ মৃত্যুকে করছে বরণ !
একদিন নিয়েছি…
ক্ষয়ে যাওয়া সকালের স্বাদ,
অনন্য জীবনে দেখেছি বিষন্ন প্রভাত।
শরীর..!
সে তো… মৃদু হওয়ায় নিভুনিভু মোমবাতি,
ঝড়ো হাওয়া যারে করছে সোহাগ..!
সময়..!
সে তো…কচু পাতায় টলমলে জল, অপরাগ…!
কতদিন দেখেছি…,
জীবনের মোড়ে, প্রতিটি ভোরে,
ছেপেছে ভুল খবর….!
বুঝেছি…সম্পর্কের শাখায়, বিশ্বাসের পাখায়,
লেপ্টে আছে স্বার্থের ডোর !
উঁচু নিচু পথে, পাহাড়ি রথে…
চলতে চলতে কতবার ভেঙেছে বুকের পাজর…!
কেউ দেখেনি হৃদয় খুঁড়ে,
জীবন কতটা ভবঘুরে,
পায়ের তলায় জমেছে কতটা ব্যথার সাগর !
জানি, সব হিংসা, ভালোবাসা পেরিয়ে,
একদিন……
পৃথিবী হয়ে যাবে প্রাণহীন, পাথর !
রয়ে যাবে মাটি আর মলিন কবর..!
হৃদয়ের গহীনে থেকে যাবে প্রাচীন দহন,
থেকে যাবে, না বলা দুঃখ, না বলা স্বপ্ন,
‘যা’ খুব গোপন….!
তিন দিন, তিন রাত, তারপর হঠাৎ….
হৃদয় সয়ে যাবে সব আঘাত!
এই মাঠ, এই ঘাট, এই দেহ, এই ঘর
জানি একদিন হয়ে যাবে সব কিছু পর,
ভুলে যাবে শ্রাবণ, প্রিয় কাশবন,
ভুলে যাবে মায়াময় এই ভুবন !
শুধু…. থেকে যাবে ছায়াহীন রূহ,
এ শরীর হয়ে যাবে মৃত্যুর খুব আপন!!
এ জাতীয় আরো খবর..
Leave a Reply