একটু প্রশ্রয়ে যদি বাদামী শরীর
লাল ক্যাপসিকামের মতো টকটকে হয়ে ওঠে
বেড়ে যায় শরীরে হরমোনাল জড়িবুটি
একটু প্রশ্রয়ে যদি অতি যত্নে আগলে রাখা ঠোঁট
অন্যের ঠোঁটে আশ্রয় নেয়
স্পর্শকাতর বাস্তুবিদ্যায় নিরবতা নেমে আসে
একটু প্রশ্রয়ে যদি বিবেক বিধৌত হয়
মেধাবী ভুলে যায় স্মরণকালের দিন
একটু প্রশ্রয়ে যদি শরীরে শরীরে সংঘর্ষ বাঁধে
ভেঙ্গে যায় জীবন সংসারের সব ইট, কাঠ, প্রকোষ্ঠ
সেই একটু প্রশ্রয়—
আমি নিষিদ্ধ লবনের মতো এড়িয়ে চলি
এই একটু প্রশ্রয়ে আমার বড্ড ভয়।
Leave a Reply