সে যদি তোকে করে অবহেলা!
-তবুও গলায় পরাবো আমি প্রেমের পুষ্পমালা।
যদি দেয় সে মালা ছিঁড়ে?
-কুড়াবো পুষ্প আবার গাঁথিবো সাজাবো বুকের নীড়ে।
সাজানো হৃদে যদি আঘাত হানে, ভেঙ্গে করে ছাড়খার!
-তবুও তাকে বাসবো ভালো প্রাণ-মন করে উজাড়।
যদি মনটাকে সে ধুলোয় লুটায়,
মাটিতে ফেলে পেষে
-ধুলো ঝেড়ে সে মনটাকে দেবো তাকেই হেসে।
যদি সে তোকে ঘৃণা চোখে মারে অগ্নিবাণে?
-তবে মরবো আমি দগ্ধ হৃদে মরবো সেইক্ষণে ।।
Leave a Reply