বর্ষায় জেগেছে বৃক্ষরাশি।
কদম ফুলের শুভ্র হাসি।
মন মাতানো সুগন্ধিতে
চারিদিক আছে ছেয়ে।
কদম ফুলের মিষ্টি সুবাস
এলো বুঝি বাতাস বেয়ে!
বর্ষার মৌসুমে ফোটা কদম ফুল
বাদলের অশ্রুতে হয় যেন ব্যাকুল!
এক পশলা বৃষ্টিতে ভিজে
শ্রাবণ মেঘের দিনে
একগুচ্ছ কদম দিও আমায়
থাকবো তোমারি অপেক্ষায়।
Leave a Reply