1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন

এইতো আমার সোনার বাংলাদেশ …………………………………….. ফারুক নওয়াজ।।।। ……………………………………..

  • আপডেট টাইম : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ৩৪৮ বার

আসা যাওয়ার মধ্যিখানে পথ..
দুলছে কেমন কিষানবধূর নথ..
হয়তো বসে বটতলাতে কেউ..
হয়তো তীরে লাগছে নদীর ঢেউ..
হয়তো ডানে বরজভরা পান.
হয়তো ভেসে আসছে মাঝির গান..
পুবাল হাওয়ায় মন করে ফুরফুর..
হয়তো রাখাল তুলছে বাঁশির সুর;
#
হাতের বাঁয়ে নিবিড় সবুজ বন..
বনের আঁধার কাড়ছে তোমার মন..
পাখির ডাকে থমকে গেল পা..
এবার তুমি আস্তে ফেলো পা।
#
বনের ভেতর ধীরপায়ে যাও খুব..
ডাকছে বুঝি ডাহুকী গুবগুব..
আসলে ভেসে মউল ফুলের বাস..
দুচোখ বুঁজে নাও ধীরে নিঃশ্বাস..
দৃষ্টি মেলে ঘুরিয়ে দেখো ঘাড়..
জাওয়া ঝাড়ে হাওয়াতে তোলপাড়.
বকের পালক ছড়িয়ে চারিদিক.
ঝিঁঝির গানে মন হারাবে ঠিক..
তোমার মোটে হবে না বিশ্বাস–
মর্ত্যে তুমি করছ বসবাস!–
ভাববে বুঝি স্বর্গে আছো তুমি;
এইতো এমন আমার জন্মভূমি।
#
তোমার আমার জন্মমাটি এই..
দুখের মাঝে সুখেরও শেষ নেই..
কষ্ট আছে, আছে চোখের জল..
শোক মুছে দেয় নিসর্গ নির্মল..
ইমলিছায়া মায়ের মায়া ঠিক..
স্বপ্ন ছড়ায় জোছনা চারিদিক..
স্বর্গ সমান সুখের সমাবেশ..
এইতো আমার সোনার বাংলাদেশ।
Image may contain: text that says "এই তো আমার সোনার বাংলাদেশ ফারুক নওয়াজ মধ্যিখানে পথ.. কিষানবধুর নথ বটতলাতে কেউ লাগতে ভেউ, আসা যাওয়ার দুলছে কেমন হয়তো হয়তো তারে হয়তো ডানে হয়তো হাওয়ায় রাখাল আসছে হাতেরবায়ে বায়ে বনের আঁধার কাড়ছে বনের ভেতর ভাকছে বুঝি ভেসে দুচোখ বুঁজে দৃষ্টি মেলে ঘুরিয়ে বকের ঝিঝির চারিদিক হারাবে মর্ত্যোতুমি মত্যে আমার জলুভাম শাকমুছে চোখের জোছনা"

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..