মেয়েটির খুব ইচ্ছে পাইলট হবে। নিজের ডানায় না হলেও কোন এক ডানায় ভর করে আকাশ পানে মেঘেদের সঙ্গে লুকোচুরি খেলবে।
সেই কাঙ্খিত ইচ্ছে পূরণ করতে অনেক চড়াই-উৎরাই ডিঙোতে হয়েছে।অবশেষে সেই কাঙ্ক্ষিত ক্ষণ,,, স্বপ্নপূরণের অনাবিল আনন্দে উড়াল দিলো আকাশ পানে,,,,!!
মেঘেদের সঙ্গে লুকোচুরি খেলতে খেলতে পৌঁছে যায় তার নিজ গন্তব্যে- এক বিজয়ী সৈনিকের বেশে….!!
Leave a Reply