বৃক্ষ ঘুমায়, পক্ষি ঘুমায়, হাওয়া ঘুমায় না..
আমার চোখে আয়রে ও-ঘুম
আয়রে ঘুম– আয় না!
আয়রে ও-ঘুম– যেমন ঘুমায় পাহাড় নিশীথে
যেমন মাঠে শিশির পড়ে সর্ষে-তিসিতে..
যেমন ঘুমায় শীতের শহর মাঘের কুয়াশায়;
তেমন করে আমার চোখে আয়রে ও-ঘুম, আয়।
কাচপোকারা ঘুমায় যেমন ঝিল্লিরই গানে..
শুকতারাটা ঘুমায় যেমন চাঁদের শিথানে..
ডাহুক ঘুমায় বেতস-ঝোপে অলস দুপুরে..
ঘুম এসে যায় যেমন কুহুর পাতার নূপুরে..
মেঘের মাদল বাজলে শুধু ভেকরা ঘুমায় না..
আমার চোখে আয়রে ও-ঘুম
আয়রে ঘুম,আয় না!
তুরমা ঘাসের মিষ্টি ওমে আসে ঝিঁঝির ঘুম..
জোনাক ঘুমায় শুকনো শিরীষ বাজলে ঝুমুর ঝুম
কাঠবিড়ালির আম্মা ঘুমায় ছায়ায় নিশিন্দার..
আমার চোখের ঘুম কেড়েছে কোন সে নদীর পার!
সাতআকাশের কোন মহাজন কাড়ল আমার নিঁদ
নিত্যি আমায় জাগিয়ে রাখে কোন শাহী মসজিদ?
কোন সাধনায় সারাটা রাত রই আমি নির্ঘুম..
আমার চোখে কে মেখে দেয় ঘুমহারা কুমকুম?
তেপান্তরের মাঠরা ঘুমায়, নিঝর ঘুমায় না..
আমার চোখে আয়রে ও-ঘুম,
আয়রে ঘুম– আয় না!
———————————-
ঢাকা : ০৫.০১.২০২১
Leave a Reply