কথার দলকে আজ দিলাম বিদায়,
আকাশের বুকে জমেছে একটুকরো মেঘ,
হঠাৎ করেই মনে হয় নেমে আসবে বৃষ্টি৷
শব্দগুলো কেমন যেনো আজ অগোছালো,
কলমের কালি বেঁধেছে আজ জমাট,
কবিতার পাতাগুলো থাক আজ ফাঁকা৷
অনেক হয়েছে লেখা জীবনের রূপকথা,
এবার সমাপ্ত হোক মিথ্যে প্রেম কাহিনী৷
অপূর্ণ থাক সেই রাজকন্যার ভালোবাসার গল্প,
নাইবা এলো তার জীবনে আর কোনো রাজপুত্র৷
স্বপ্নগুলো আবার কি সেজে উঠবে নতুন করে কারো ছোঁয়াতে!
নিষ্পলক চোখে তাকিয়ে দেখা,
এই চোখ দুটো
তোমাকে আর হয়তো খুঁজবে না৷
তাই হাজারো রাতের অন্ধকার বসবাস আমার এই অন্তর ঘরে৷
আচ্ছা, যে পাখি একবার গভীর বনে হারিয়ে যায়,
তাকে কি আর খুঁজে পাওয়া যায় সহজে?
যে মনটা ভেঙে গেলো,
তাকে জুড়বো আজ কেমন করে?
তাই আজ কথাগুলোকে দিলাম বিদায়, দূর প্রান্তে,,,,
তারিখ – ৫. ২.২৪
এ জাতীয় আরো খবর..
Leave a Reply