হারাধনের গল্প শুনিনি আমি,
তবে জেনেছি তার ছেলে হারানোর তাপ;
রোদ্দুর হতে চাওয়া অমলকে দেখিনি আমি, তবে বুঝেছি তার আশা না পুরণের ভাপ।
বনলতাকে খুঁজিনি আমি, তবে
শীতল অনুভবে ছুঁয়েছি তার
এলোচুলের মিষ্টি ছাপ,
নীরাকে যাইনি খুঁজতে আমি, তবে
বুঝে নিয়েছি সুনীলের বেদনার মাপ।
আনা ফ্রাঙ্কের ডায়রিও পড়িনি
আমি, তবে নিবিড় মুগ্ধতায় ছুঁয়েছি তার
কচি আঙুলের হাহাকার;
কাস্ত্রো কিংবা গুয়েভারার দ্রোহও দেখিনি আমি, তবে বুঝেছি কতোটা
শাণিত ছিলো তাদের তলোয়ার!
নাঙ্গোলির জেদ ছুঁয়েছে আমায়,
যাইনি খুঁজতে তারেও আমি, তবে
রয়ে গ্যাছে সে আমার হৃদয়ে শতবার।
নবী মোহাম্মদ (সাঃ)কেও দেখিনি আমি,
তবে তাঁর বাণী পড়ে মুগ্ধ হয়েছি বারবার!
মাদার তেরেসা, নেলসন ম্যান্ডেলা,
গান্ধী কিংবা মার্টিন লুথার কিং–
দেখিনি তাদের একজনকেও আমি, তবুও মনে মনে প্রণাম করি শতশতবার।
Leave a Reply