1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১০:২২ অপরাহ্ন

# আমি অভিশপ্ত এক নারী # সায়মা টুনি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২৭২ বার

অপূর্ণতার দীর্ঘশ্বাস‌ বুকে চেপে,
মুখে হাসি নিয়ে চির বিদায় নিবো …
হাতে মেহেদি, খোঁপায় বেলি ফুলের মালা,
সোনালী পারের, লাল রঙের জামদানিতে …
ঠোঁটে আলতো ছোঁয়া লিপিস্টিক, চোখে কাজলে,
নাই বা দেখলাম নিজেকে রঙিন আয়নায়!
বিধবা, তালাক প্রাপ্তি
বা সিঙ্গেল মাদার
এরা তো অভিশপ্ত …
এদের কেউ কখনো!
আপন করে নিতে পারেনা।
অধিকারের সাথে সম্মান দিয়ে,
সংসার বাঁধতে জানে না।
কারণ! কারণ …
লোকে কি বলবে?
সমাজ কি ভাববে!
এটাই যে শুধু তাড়া করে
বেড়ায় কেবল তাদেরই মস্তিষ্কে …
অথচ, বিনোদনে, আমোদ-ফুর্তিতে
এদের নিয়ে নেই কেনো? তাদের সতর্কতা!
তখন কেনো? তাদের বিবেক হারিয়ে যায়,
অমাবস্যার ঘন কালো অন্ধকারের আড়ালে…
#রচনা কাল : ১০ই ডিসেম্বর’২০২৩
May be an image of 1 person

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..