আমি স্বাধীনতা চাই চলায়,
আমি স্বাধীনতা চাই বলায়।
আমি স্বাধীনতা চাই লেখায়,
আমি স্বাধীনতা চাই দেখায়।
আজকে আমি বলবো কথা স্বাধীন চেতা মন
মানুষ কেনো আমায় নিয়ে করছে উম্মাদন।
আমি ভাঙবো দেয়াল,মনের বন্ধি খাঁচা,
হোকনা সেথায় আমার মরা বাঁচা।
আমি অট্টালিকায় দাসী হয়ে নয়,স্বাধীনতা চাই নিজ হাতে গড়া ছোট্ট নীড়ে,
পুরুষ প্রাসাদের অর্গল টুটে দাঁড়াবো উচ্চ শীরে…….
Leave a Reply