তারিখ /15.8.21
সোহাগ মাখা স্বাধীনতা,মায়ের আদর ভালোবাসার বুকে
স্বাধীনতা আমার মোহন বাঁশি,বাঁচি স্বাধীনতার সুখে।
স্বাধীনতা আমার ভোরের পাখি, মুক্ত আকাশে হাসে।
সোহাগ ভরা মায়ের আঁচলে একবুক সুখে ভাসে।
কাজের শেষে এক মুঠো ভাত, চোখে শান্তির ঘুম
সবার জন্য পেট ভরা ভাত,আসুক সেই মরশুম।
দেশের নাগরিক আমারা সবাই, মুক্তির গান গেয়ে
কত প্রাণ গেছে হারিয়ে,এই স্বাধীনতা খুঁজতে গিয়ে।
নিরবে নিভৃতে নিভেছিল শত প্রাণ আন্ধ কারাগারে
স্বাধীনতার জন্য কত প্রাণ বলিদান, ভেসেছে রক্ত সাগরে।
এখন আমরা স্বাধীন,পতাকায় লেখা রক্ত ঝরানো স্মৃতি।
সহীদ হয়েছে শত মায়ের সন্তান ,দেশের হয়েছে ক্ষতি।
সব হারিয়ে হয়েছি স্বাধীন, জীবন পথের গানে
শেষ হয়ে গেছে লড়াইয়ের দিন,আজ এই শুভক্ষণে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply