হৈ হুল্লোর করবো,
করবো অনেক আনন্দ।
শিশুরা,বড়রা আমরা সবাই করবো অনেক মজা আর আনন্দ।
আনন্দ উন্মাদনায় আমরা সবাই হবো একাকার।
এই আনন্দ আর মজা হবে সুশৃংখল আনন্দ।
এর মধ্যে থাকবে না কোন বিশৃংখলতা।
শিশুরা নাচবে,গাইবে,বিভিন্ন রাইড্সে উঠবে।
ওরা মন খুলে প্রান খুলে আনন্দ করবে।
ওদের সেই আনন্দে আমরাও একাকার হবো।
ওদের আনন্দটাই আমাদের আনন্দ।
ওদের জন্য আমরাও হয়তো কিছু কবিতা আবৃত্তি,গান,নাচ,শুধু ওদের মজার অংশিদার হওয়া আর কি।
আমাদের এই হৈ হুল্লোর শুধু ওদের একটু বিনোদনের জন্য।
ওরা যদি বিনোদিত হয় তাহলে আমাদের এই আয়োজন স্বার্থ্ক হবে।
জানিনা সকলকে বিনোদিত করতে পারবো কিনা
৩/৩/১৬ রাত ৮ঃ৩০ মিঃ
… … … … … … … …
Leave a Reply