- banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
# আফসোস # খোরশেদ
-
আপডেট টাইম :
মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
-
২৬৩
বার
পঞ্চাশ বছর বয়স তোমার
উর্ধ্বগগণ ছুঁই…
সবাই জন্মের গল্প করে
আসলে জন্ম কই
এ বয়সেও সোজা হয়ে
চলা শিখোনি
একজনে ধরে হাত
আরেকজন দেয় ঝাঁকুনি
অবাক হয়ে ভাবি বসে
তুমি কি অন্ধ্য?
না হয় সোজা চলতে গেলে
কেন এত দ্বন্ধ!
কে তোমায় বাসে ভালো
তা কি তুমি জানো?
পঞ্চাশ বছর পরেও তুমি
পরের কথা শোন
কবে হবে মাথা উঁচু
কোমর করে শক্ত
চলবে বিশ্বে বুক চিতিয়ে
পথ হবে পোক্ত
তোমার দিকে তাকালে বুঝি
শহীদেরবুকে ঝরে রক্ত
বলো কত বয়স হলে
হবে সবাই মুক্ত
লাল সালাম জানাই তোমায়
তুমি মোদের গর্ব…
তুমি ভালো থাকলে তবেই
শুরু হবে জেতার পর্ব।
নিউজটি শেয়ার করুন..
এ জাতীয় আরো খবর..
Leave a Reply