যে ভাঙে গো আমার ঘর
আমি গড়ি তাকে বসন্তের ‘পর।
সুখে যেন থাকে দিবানিশি
আমিই হ’বো তার সুখ প্রত্যাশী।
চলে যায় যাক দূর দূরান্তর
অনুভবে পাড়ি দিবো তেপান্তর।
কষ্ট যেন ছোঁয় না তাকে
সুখ লেগে থাকুক হৃদয়ের বাঁকে।
সময়টা কাটুক তার রঙিন
আমি না হয় হলাম দিগন্তে বিলীন!
আমার ফাগুন তাকে দিলাম
তার কষ্টার্জিত দুঃখ আমি নিলাম।
ঋদ্ধ হোক সুখের বাসর
তার সুখ কামনায় অন্তরটা উর্বর,
ফাগুন বসন্ত উপচে পড়ুক
নিশুতির দ্বারে প্রেম পাহাড় গড়ুক;
তার সুখেই তো আমি সুখী
তাকে ছুঁয়ে আমার শত আঁকিবুঁকি।
Leave a Reply