আমরা অপেক্ষা করি একসময় ভালো দিন আসবে
তারপর…
আমাদের অপেক্ষাকৃত সময় উপেক্ষিত হয়,সন্ধ্যা হয়,
অন্ধকারের রং গাঢ় হয়।
তারপর…
ব্ল্যাক সার্কেল; চোখের জ্যোতি কমে
মোটা ফ্রেমের চশমায় পাওয়ার বাড়ে
চুলের রং বাদামি থেকে সাদা হয়।
তারপর…
ফাকা মাঠে ঘাসে পূর্ণ
কালের বিবর্তনে জঙ্গলে জঙ্গল
বৃক্ষ নুয়ে নিচ্ছে খবর শতাব্দীর আয়ুষ্কাল।
তারপর…
চেনা নামের সজীব অবয়ব অচেনা নীলাম্বর
ঝড়ের খেতাব জ্বরের ঘোরে মেঘদূতের নিম্নচাপ
হেমন্ত জুড়ে নামবে শীত তবু কেন তার বর্ষা ভাব?
অতঃপর…
সু-দিনের অপেক্ষায় আমাদের দেখতে হয় সাইক্লোন।
Leave a Reply