কেনো আজকের দিনটায় বলছি, আমার কিছু ভালো লাগে না। কেনো বলছি আমার লাইফটা বোরিং। আপনার জীবনের প্রতিটা সেকেন্ড মূল্যবান। এক সেকেন্ড করে করে কমে যাচ্ছে আমাদের জীবনের মূল্যবান সময়। আপনার আশে পাশে কখনো ভালো করে তাকিয়েছেন? ছোট থেকে দেখে আসছেন একই গাছ, একই মাঠ, একই মানুষ একই নদী একই নীল আকাশ। এখনো ফিল করেছেন এর প্রয়োজনীয়তা? এর সৌন্দর্য? কখনো নদীর পাশের, খোলা মাঠে নীল আকাশের নিচে দারিয়ে বাচ্চা সহ গাভীকে ঘাস খেতে দেখেছেন? কখনো গভীর রাতে তারা ভরা আকাশের দিকে তাকিয়েছেন? বৃষ্টি ভেজা গ্রাম্য পথের কাদা মাটির গন্ধ নাকে নিয়েছেন? হেটেছেন এমন কোন পথে যেখানের রাস্তাটা গিয়েছে অনেক দূরে। আশে পাশে নেই বশতি । এক পাশে নদী তার অন্য পাশে শত বছরের পুরোনো বট গাছ। খুব ভোরে ঘুম থেকে উঠে চোখ বন্ধ করে পাখির কিচির মিচির শুনেছেন? বর্ষা রাতে বেঙের ডাক শুনেছেন? শীতের সকালে চাঁদর গায়ে অচেনা পথে হেটেছেন? একা একা খোলা আকাশে রাতের চাদের দিকে তাকিয়ে দেখেছেন কত সুন্দর তার আলো? ঝড়ের দিনে সবার সাথে পাল্লা দিয়ে আম কুড়িয়েছেন? তুফান নামার আগের আকাশের দিকে তাকিয়ে দেখেছেন কখনো এর সৌন্দর্য? হয়তো করেছেন। হয়তো বলছেন এর মধ্যে কিসের আনন্দ? কিসের সুখ? এইগুলা আছে বলেই আপনি দেখতে পাচ্ছেন। এই সৌন্দর্য সবসময় ছিলো। থাকবে। থাকবেন না আপনি আর আমি। আমাদের আশেপাশেই বিদ্যমান হাজারো ভালোলাগা। এইগুলা একটু কষ্ট করে খুজে নিতে হবে আপনাকে। আপনাকে আপনিই খুব ভালো চিনবেন। কিসে সুখ নিহিত আপনার আপনাকে কেউ খুশি করবেনা কেউ আপনাকে সুখ দিবে না। আপনাকে আপনি নিজের মত করে ভালোবাসুন। জীবন একটাই, বাচুন নিজের জন্য। বেচে থাকার মত আনন্দের আর কি হতে পারে? নিজেকে সময় দিন। এর পরে যখন বলবেন আমার ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না একটা বার চিন্তা করুন এখন থেকে দুইশত বছর আগে আপনার বংশে আপনার কোন রক্তের ভাইও মাঠে ধান তুলতে তুলতে বলতো, “আমার কিচ্ছুই ভালা লাগেনা” কোথায় সে আজ? কোথায় তার ভালোলাগা? কোথায় তার খারাপ লাগা? তার খারাপ লাগার কারন গুলো আর আপনার খারাপ লাগার কারন গুলো কিন্তু প্রায়ই একই। আমরা কেউ বেচে থাকবো না। আমাদের ভালোলাগা, খারাপ লাগায় কারো কিছু আসে যায় না। দিন শেষে সবাই স্বার্থপর। সবাই নিজেই চিন্তায় চিন্তিত। আজ থেকে নিজেকে সময় দিন। নিজের ভালোলাগা খুজে বের করুন। একটা কথা মাথায় রাখবেন সুখ কুড়ানো ভুল নয়। ভুল হচ্ছে জীবনের সবটা সময় সুখ কুড়িয়ে সেই সুখ ব্যবহার করার সঠিক সময় হারিয়ে ফেলা। আফসোস আমরা সুখ কুড়িয়েই গেলাম। “বৃদ্ধ বট গাছটার পাশ দিয়ে অনেকেই হেটে যাবে। কেউ শুধু হেটেই যাবে, আবার কেউ দাঁড়িয়ে তাকিয়ে থাকবে গাছটার দিকে। তাকিয়ে থেকে কি চিন্তা করে মুচকি হাসবে, সেইটা আমাদের অজানা তবে এতেই হয়তো তার সুখ। এতেই হয়তো তার আনন্দ…
Leave a Reply