কি আছে আমার ভেতর?
কিছু তো নেই।
আছে শুধু একবুক জ্বালা ঘৃণার।
এ পোড়া শরীরটা ছাড়া আর কি আছে?
এ আমায় আর কতো ভোগ করবি?
আর কতো আটকে রাখবে আমায়?
জানালাহীন বন্দি এই ঘরে।
হয়তো রাতের আঁধারে
দিনের বন্দি ঘরে ভোগ করবি
লালসা ঝরাবে অবিরত
কিন্তু আমি কি মানুষ নই?
আমিও তোদের মতোই মানুষ
রক্তে আর মাংসে গড়া
জলাতঙ্ক ছড়িয়ে দিসনে আমায়
এই সুন্দর পৃথিবীতে বাঁচতে চাই
আরও কটা দিন।
সেটা ধর্ষিতা হয়ে নই
একজন পরিপূর্ণ নারী হয়ে।
বাঁচতে বড় স্বাদ জাগে আমার
প্লাীজ আমায় বাঁচতে দে!
কি বাঁচতে দিবিনা?
তাহলে কান খোলে শুনে রাখ
তুইও কখনো ধর্ষিতার পিতা হবি
আমি অভিশাপ দিয়ে যাচ্ছি
এই মাটি মা তোকে ছাড়বেনা
কখনো না কোনদিন না
কেন জানিস পৃথিবী সূর্যের
চারদিকে ঘুরে
যেখান থেকে শুরু হবে সেখানে
গিয়েই আবার থামবে
পৃথিবীর সব কোলাহল।
Leave a Reply