ঈদ ধর্মীয় উৎসবের গণ্ডি ছাড়িয়ে এখন ধর্মবর্ণ-নির্বিশেষে সবার কাছেই এক আনন্দধারার নাম। আর আনন্দের ঈদকে কেন্দ্র করে লেখা আনন্দ-বেদনার একগুচ্ছ গল্প নিয়ে ‘ঈদের গল্প’ প্রকাশ করল ‘ঐতিহ্য’।
মোহাম্মাদ মোসলেহ উদ্দিনের সংকলন ও সম্পাদনায় প্রকাশিত এই গল্প-সংকলনে ইবরাহীম খাঁ, সাজেদুল করিম, মুর্তজা বশীর, সৈয়দ শামসুল হক, আখতারুজ্জামান ইলিয়াসের মতো কথাসাহিত্যিকদের ঈদকেন্দ্রিক ধ্রুপদি গল্পের পাশাপাশি সমকালীন গল্পকারদের ঈদ নিয়ে লেখা কয়েকটি নতুন গল্পও স্থান পেয়েছে।
সংকলনটির প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন শিল্পী ধ্রুব এষ।
এবারের ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রকাশিত ‘ঈদের গল্প’ পাওয়া যাচ্ছে ‘ঐতিহ্য’-এর বাংলাবাজার ও কাঁটাবন শোরুম, বই বিপণন কেন্দ্র ‘নির্বাচিত’-এর ঢাকা, রাজশাহী, বরিশাল, সিলেট, খুলনা, যশোর ও কুমিল্লা শাখাসহ দেশব্যাপী নানা বই বিপণিতে এবং অনলাইন বুকশপে।
Leave a Reply