[একটি স্বনামখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান থেকে গত ৫০ বছরে রচিত বাংলাদেশে জন্মগ্রহণকারী কবিদের কিশোর কবিতার এই অপূর্ব বৃহদাকার সংকলনটি প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে]
অবশ্যই ২৬মার্চ ১৯৭১ থেকে ২৬মার্চ ২০২১-এর মধ্যে রচিত হতে হবে। আমাদের সম্পাদনা ও বাছাই পরিষদ কাজ করছে সেরাটি বেছে নেয়ার জন্য।..
* আপনার প্রকাশিত কিশোর কবিতার বই পাঠাতে পারেন, ডাকে বা কুরিয়ারে। সেখান থেকে বাছাই করে নেয়া যাবে।
* অথবা সুতন্বি এম-এ কম্পোজ করে e-mail এ কমপক্ষে ৫টি কবিতা পাঠান ১লা মে ২০২২এর মধ্যে।
* কবিতার নিচে কবির জন্মতারিখ এবং কবিতার রচনাকাল উল্লেখ করতে হবে।
* নামযশ নয়, কবিতাই বিবেচ্য। প্রচারযজ্ঞের বাইরে থাকা নিরীহ কবিদ ও নবীনদের ভালো কবিতা অগ্রাধিকার পাবে।>
+প্রকাশিত বই পাঠানোর ঠিকানা >>
সম্পাদক : বাংলাদেশের কিশোর কবিতা
প্রযত্নে : ফারুক নওয়াজ
নির্বাহী সম্পাদক, মাসিক শিশু, বাংলাদেশ শিশু একাডেমি, দোয়েল চত্বর, ঢাকা ১০০০
ফোন- ০১৩১৯-৬২৯৫৯৯
+কম্পোজ করা লেখা পাঠানোর ঠিকানা :
e-mail : faruknawazbsa@gmail.com
———–
এ জাতীয় আরো খবর..
Leave a Reply