*বর্তমানের সময়ের নেওয়া সুদূর প্রসারি,রাজনৈতিক দূরদর্শিতা,আগামীদিনের সফলতার চাবিকাঠি।
*রান্না করা খাদ্য খেতে সময় লাগে মাত্র কয়েক মিনিট।কিন্তু ঐ খাদ্য প্রস্তুত করতে, আয়োজক ও রাঁধুনির অনেক সময়,কষ্ট,মেধা ব্যয় করতে হয় তাই নয় কি ?
*২০০৮ সালের পর, আওয়ামীলীগ ও এর সকল সহোযোগি সংগঠন গুলোর কমিটির মধ্যে কিন্তু দাওয়াত খাওয়ার লোক অনেক বেশি!এরা কিন্তু আওয়ামীলীগের জন্য কোনো কাজে লাগেনি আর লাগবেও না।২০০৮ সালের আগের রাঁধুনি আওয়ামীলীগ কিন্তু আজীবন রান্না ঠিকই করে যাবে।এরাই কিন্তু আওয়ামীলীগের প্রান।
*এই রাঁধুনি কর্মিরা কিন্তু কখনও এমপি,মন্ত্রি হবেনা!এরা শুধু তাদের সঠিক মূল্যায়ন ও ভালোবাসা চায়!
* এই উদাহরণ দিয়ে, আমি শুধু বলতে চাই,এখনই আওয়ামীলীগকে সুসংগঠিত করার যোগ্য সময়।আসল দের কমিটিতে স্থান দিয়ে নকল দের দূর করুন।
* মনে রাখতে হবে,ছাগল দিয়ে কিন্তু হাল চাষ করা যায় না,না,না।আর পাগল দিয়ে সংগঠন করা যায় না,না,না।
* আমি ২০০৮ সালের আগের সকল নেতা কর্মিদের অনুরোধ করছি,আপনারা অভিমান করে আর ঘরে বসে থাকবেন না।বঙ্গবন্ধুর হাতিয়ার গর্জে উঠুক আরেক বার।
* জয় বাংলা।জয় বঙ্গ বন্ধু।
মোঃআলমগীর হোসেন,
সাংগঠনিক সম্পাদক,
২ নং ওয়ার্ড আওয়ামীলীগ,
পল্লবী থানা,ঢাঃমহাঃউঃ।
Leave a Reply