একজন ৮০ বছর বয়সের ভদ্রলোক ডাক্তার এর কাছে গেছে জেনারেল চেকআপ এর জন্য। ডাক্তার ওনার শরীরের অবস্থা দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন…*
ডাক্তার: “আপনার এত সুন্দর স্বাস্থ্যের রহস্যটা কী? নিশ্চই খুব স্বাস্থ্যকর জীবন যাপন করেন? ব্যায়াম করেন, খাওয়া দাওয়া কন্ট্রোল করেন?”
ভদ্রলোক: _”আমি দুবেলা ভরপেট খাই । রাতে দু থেকে তিন পেগ রাম খাই । দিনে এক প্যাকেট সিগারেট খাই । সূর্য ওঠার অন্তত দুঘন্টা পরে উঠি । কোনরকম ব্যায়াম ট্যায়ামের ঝামেলায় যাই না । হতে পারে এইরকম আনন্দে বাঁচাটাই আমার সুন্দর স্বাস্থ্যের রহস্য।”_
ডাক্তার: “আপনার বাবা যখন মারা যান তখন ওনার বয়স কত ছিল?”
ভদ্রলোক: _”আমার বাবা মারা গেছে? আপনাকে কে বললো?”_
ডাক্তার: “আপনার ৮০ বছর বয়স আর আপনার বাবা এখনো বেঁচে আছেন, তা হলে ওনার বয়স কত?”
ভদ্রলোক: _”ওনার বয়স *১০২* বছর, উনিও রোজ আমার সাথে বসে দু’তিন পেগ রাম খান। কাল রাতেও খেয়েছেন।”_
ডাক্তার: “এতো খুব ভালো কথা, আপনাদের পরিবারের সবাই দীর্ঘদিন বাঁচে । আপনার ঠাকুরদাদা যখন মারা যান, ওনার বয়স কত ছিল?”
ভদ্রলোক: _”আমার ঠাকুরদা মারা যাবেন কেন, উনি বহাল তবিয়তেই আছেন, ওনার বয়স এখন *১২৩*।”_
ডাক্তার: “ঠাকুর দাদাও ! উনিও কি কাল রাম খেয়েছিলেন?”
ভদ্রলোক (দীর্ঘশ্বাস ছেড়ে): _”নাঃ, কাল উনি খেতে পারেননি, ওনার কাল ফুলশয্যা ছিল।”_
ডাক্তার: “এই বয়সে ওনার বিয়ে করতে ইচ্ছে হল?”
ভদ্রলোক: _”ইচ্ছে নয়, উনি বাধ্য হয়েছেন কারণ মেয়েটি *অন্তসত্ত্বা হয়ে পড়েছিল*।”_
ডাক্তার বাবু সেইদিন থেকে রোজ রাম খাচ্ছেন, ক্লিনিক বন্ধ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply