1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন

চয়নিকা চৌধুরী’র পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “বিশ্ব সুন্দরী” — এ কিউ আশিক

  • আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৩৯৬ বার

 

চলচ্চিত্রটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন:- রম্মান রশীদ খান।

চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।

No description available.

বিশ্ব সুন্দরী নাম শুনে মনে করতেই পারেন যে সিনামাতে নায়িকা পরীমণি কে বুঝানো হয়েছে,

যখন শেষ পর্যন্ত দেখবেন তখনই বুঝবেন যে এটা একটা মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ,

একজন বীরাঙ্গনা মাকে ” বিশ্ব সুন্দরী ” তে উপমায় ভূষিত করেছে।

রুম্মান রশীদ খান এতে গতানুগতিক ধারার উর্ধ্বে গিয়ে এক নতুনত্বের ইমেজ তৈরি করেছেন ,

আর শিল্পের নান্দনিক ও বৈশ্বিক রং এর ডিজিটাল তুলির ছোঁয়ায় নন্দিত করেছেন একজন সফল নির্মাতা চয়নিকা চৌধুরী।

চয়নিকা চৌধুরী ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা থেকে বড় পর্দায় একের পর এক সফল নির্মাণে মুন্সিয়ানার পরিচয় দিচ্ছেন ‌।

পরীমণি, সিয়াম আহমেদ,চম্পা, আনন্দ খালেদ, ফজলুর রহমান বাবু,মনিরা মনি প্রত্যেকেই তাঁদের সেরা পারফর্মেন্স দিয়ে দর্শকমহলে প্রশংসায় ভাসছেন।

#বিশ্বসুন্দরী

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..