বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ভুক্ত সদস্য সংগঠন অনন্যা নাট্য গোষ্ঠীর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চারদিন ব্যাপী নাট্যোৎসবের তৃতীয় দিন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মঞ্চে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমীর রেপার্টরি নাট্য দলের পরিবেশনায় স্বল্পদৈর্ঘ্য দেশিয় যাত্রাপালা সমশের গাজীর বিদ্রোহ মঞ্চস্হ হয়েছে। “সমশের গাজীর বিদ্রোহ ” নাটকের পটভূমি হলো, যাত্রাপালা আমাদের ইতিহাস – ঐতিহ্য ও লড়াই সংগ্রামের সারথি। ১৭৫৭ সালেমসিরাজদৌলার পতনের পর বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। এরপর ব্রিটিশ শাসন শোষণের বিরুদ্ধে সংঘটিত হয় অনেক ছোট বড় বিদ্রোহ। সমশের গাজীর বিদ্রোহ এর মধ্যে অন্যতম। জমিদার রাজাদের শাসন শোষন থেকে সমশের গাজী সাধারন গরিব কৃষক মেহনতি মানুষকে মুক্ত করতে গিয়ে ব্রিটিশদের বিরোদ্ধে সংঘর্ষে জড়িয়ে পরে। ইংরেজ সরকারের বিরুদ্ধে প্রথম দিকের বিদ্রোহের মধ্যে এটি ছিল অন্যতম।তৎকালীন দক্ষিণশিক পরগনার সন্তান সমশের গাজীর এ বিদ্রোহ গাঁথাকে তুলে ধরা হয়েছে এ নাটকের মাধ্যমে। সমশের গাজী মানিক্য বংশের রাজাদের হাত থেকে তৎকালীন ত্রিপুরার রাজধানী উদয়পুর অঞ্চল পর্যন্ত নিজেদের অধিকার নিয়ে এসেছিলেন। পরে ত্রিপুরার রাজবংশ ইংরেজদের বশ্যতা শিকার করে ইংরেজ বাহিনীর সহায়তায় সমশের গাজীর পরাজয় নিশ্চিত করে। জেলা শিল্পকলা একাডেমী কুমিল্লা ও চাঁদপুরের কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ প্রধান সমন্বয়ক। মামুনুল হকের নির্দেশনায় সমশের গাজীর বিদ্রোহ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন, রিপন চৌধূরী, ফারহান আহমেদ, আশিক শিশির, ওমর ফারুক হৃদয়, রুবেল হোসেন, লোকমান হোসেন,সোহাগ মিয়া, ইমাম হোসেন অনিক, মৌসুমী রানী সরকার, ইলিয়াস গনি, কেয়া রানী দেবনাথ, এ কিউ আশিক, মোঃ আলমগীর হেসেন, আকলিমা ও নিপা।
Leave a Reply