1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
# আহারে # খোরশেদ ।। সমাজে নতুন অপরাধী চক্র তৈরী হচ্ছে কিন্তু ভবিষ‍্যতে এদের রক্ষা করবে কে??।। – – – আশিক ফারুকী “অতঃপর” __ সালমা আক্তার বীরাঙ্গনা নই আমি মুক্তিযোদ্ধা – – – শাহনাজ পারভীন মিতা জলপাই রঙের স্বাধীনতা – – – আরিফুল হাসান প্লাস্টিকের উৎপাদন বন্ধ করতে হবে – উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান – – – স্বাধীন আজম –   টাঙ্গাইল জেলা প্রতিনিধি, স্বপ্নমায়া – – – – মাহজাবীন আহমেদ বুড়ি মরে গেল – – – মোঃ আবদুল্লাহ ইউসুফ ইমাম প্রযুক্তির দুনিয়ায় শিক্ষার্থীদের এখন উন্নত জীবন গড়ার দারুণ সময়:– ————–টিপু সুলতান লেখক ও সমাজ চিন্তক ডায়াবেটিস নিয়ে সচেতনতাই পারে ডায়াবেটিস রোগ নির্নয় ও রোগের চিকিৎসা এবং সঠিক ব্যবস্থাপনা – – – ডা: সাদিয়া আফরিন 

১৫ ই আগস্ট আমার ক্ষুদ্র আলোচনা — মোঃ শহিদুল ইসলাম তালুকদার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৪৩৭ বার
বিসমিল্লাহ হির রহমানের রাহিম’।
.
আগস্ট মানেই শোক অনুতাপ হারানোর বেদনা আর বাঙালি জাতির কলঙ্কের মাস ৷
১৫ই আগস্ট অস্তমিত হয়েছিল বাঙালির সূর্য সন্তান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৷ এদিন হারিয়েছি বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা সহ পরিবারের অন্যান্য সদস্যদের ৷
সম্মানিত মহোদয়
প্রিয় শিক্ষার্থী . সহকর্মী শিক্ষকমন্ডলী অভিভাবক মুরব্বিয়ান . শ্রদ্ধাবর সভাপতি ” সম্মানিত সদস্যবৃন্দ আজকের করোনা ক্রান্তি লগ্নে এই শোকাবহ আগস্টে সবাইকে জানাই আমার রক্তিম শুভেচ্ছা ও ছালাম –
আসসালামু আলাইকুম।
আগস্ট মাসে জন্ম নিয়েছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা স্বাধীন বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র ক্রীড়া সংগঠক বঙ্গবন্ধুর জেষ্ট্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল ৷
আর এ মাসেই ঘটানো হয় বাঙালির ইতিহাসে সবচেয়ে জঘন্যতম হত্যাকান্ড | নির্মম ভাবে হত্যা করা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির সত্তার সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা ধারক বাহক পথ প্রদর্শক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে৷
১৫ ই আগস্ট ১৯৭৫ সাল দুষ্টচক্র পশ্চিমা নর পিচাশদের পেতাত্মা বিশ্বাস ঘাতক স্বাধীনতা বিরোধীরা ইতিহাসের এই জঘন্যতম হত্যাকান্ড ঘটায় ৷
হায়েনাদের বুলেট থেকে রেহাই পায়নি শিশু শেখ রাসেল নব বিবাহিত শেখ কামাল শেখ জামালের স্ত্রী সহ অন্যান্য সকল সদস্যরা৷
আমাদের সৌভাগ্য ভাগ্যক্রমে বেঁচে যান বাঙালি জাতির আশার আলো ডিজিটাল সোনার বাংলার উন্নয়নের রূপকার বঙ্গবন্ধুর কন্যা শেখে হাসিনা ও শেখ রেহানা . |
আমরা জানি বঙ্গবন্ধু ১৯২০ সালে ১৭ই মার্চ মাসে তৎকালিন ফরিদপুর জেলার গোপালগঞ্জের সবুজ ছায়া ঘেরা টুঙ্গিপাড়া গ্রামে পিতা শেখ লুৎফর রহমান মাতা সায়েরা বেগমের ঘরে সুদূর আরব থেকে আগত ইসলাম প্রচারক বিখ্যাত শেখ পরিবারে জন্ম গ্রহন করেন৷
শিক্ষা জীবনে তিনি গোপালগঞ্জ পাবলিক স্কুল ও কলিকাতা ইসলামিয়া কলেজ থেকে বি.এ পড়া শেষে ঢাকা বিশ্ববিদ্যালয থেকে আইনে স্নাতক ডিগ্রি লাভ করেন।
অল্প বয়স থেকেই তার রাজনৈতিক প্রতিভার প্রকাশ ঘটে Iশেখ মুজিবুর রহমান মাওলানা ভাষানী ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে মিলে প্রতিষ্ঠা করেন আওয়ামী মুসলিম লীগ ৷
পঞ্চাশের দশকে বঙ্গবন্ধুর রাজনৈতিক উত্থানের সময় কাল ৷ধীরে ধীরে তিনি হয়ে উঠেন দূরদর্শী প্রজ্ঞা সম্পন্ন এক কুশলী রাজনৈতিক নেতা। তিনি ১৯৫২ সালে ভাষা আন্দোলনে রাজনৈতিক নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ৷
১৯৫৪ সালে যুক্ত ফন্টের নেতৃত্বে সরকারে কৃষি মন্ত্রী
এবং ১৯৫৬ সালে শিল্প ও বানিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান৷ ১৯৫৩ সালে তিনি আওয়ামী মুসলিম লীগের সাধারন সম্পাদক এবং ১৯৬৩ সালে তিনি সভাপতি নির্বাচিত হন ৷
১৯৬৬ সালে ৬ দফার আন্দোলন . ১৯৬৯ সালে ২৩ শে ফেব্রোয়ারী ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় ৷
দীর্ঘ কারা নির্যাতিত রাজনীতির মহানায়ক বঙ্গবন্ধু ১৯৬৯ সালে ৫ই ডিসেম্বর পূর্ব বাংলার নাম করণ করেন – বাংলাদেশ |
১৯৭০ সালের নির্বাচনে জয় লাভ করলেও সংখ্যা গরিষ্ট দলের কাছে পশ্চিমা শাসক গোষ্ঠি ক্ষমতা হস্তান্তর করেনি।
ফলশ্রুতিতে বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে ১৯৭১ সালে ৭ই মার্চে রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষনে স্বাধীনতার ডাক দেন –
এবারের সংগ্রাম – মুক্তির সংগ্রাম
এ বারের সংগ্রাম- স্বাধীনতার সংগ্রাম “
জয় বাংলা’ ৷
এরপর ২৫শে মার্চের কালো রাতে নিরস্ত্র মানুষের উপর পশ্চিমা শকুনিদের ভয়ংকর হিংস্র থাবায় ক্ষত বিক্ষত বিভৎস মানুষের দেহ। ধৈর্য্যের সীমা ছড়িয়ে যায় ৷
বঙ্গবন্ধু
২৬শে মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষনা দেন৷
দরিদ্র মেহনতি মানুষের_প্রতি অকৃত্রিম ভালোবাসা শোষিত বঞ্চিত লাঞ্ছিত মানুষের শৃংখল মুক্তির অদম্য আকাঙ্খার তৃষ্ণা থেকে গায়ে ধুলি কাদা মাখা নদীতে ঝাপ সাঁতার কাটা দূরন্ত সেই বালকটি-
বাবা মায়ের প্রিয় খোকা আর গ্রামের সবার প্রিয় মিয়া ভাই থেকেই হয়েছিলেন শেখ মুজিব’ ‘
শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু
বঙ্গবন্ধু থেকে জাতির পিতা
আর জাতির পিতা থেকে হয়েছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি –
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৷
প্রিয় বন্ধুরা
আমার মত ক্ষুদ্র মানুষের পক্ষে বঙ্গবন্ধুর মত হিমালয় সম মহান নেতার জীবন রচিত নিয়ে কথা বলা ধৃষ্টতার আলাপন | আমার বক্তব্যে ভুল ত্রুটি অজ্ঞতা জ্ঞান স্বল্পতার জন্যে আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি ৷
পরিশেষে আমার লেখা –
কাব্যগ্রন্থ – “কেমন আছো দূর বসন্তে ” (থেকে নেয়া)
” বঙ্গবন্ধু জাতির পিতা “
বঙ্গবন্ধু তুমি মহানায়ক
শতাব্দির সেরা অমর কাব্যের কবি ৷
সারা বিশ্ব দেখে অবাক চোখে
লাল সবুজের চির অম্লান ছবি।
শোষনের বিরুদ্ধে আপোষহীন শীর
বজ্র কন্ঠের হে বিশ্ব সেরা বীর।
তুমিই গৌরব আমার মায়ের অহংকার
দিয়েছো মুক্ত স্বাধীনতার অধিকার ‘ ৷
তোমার মুগ্ধ মন্ত্রের ৭ই মার্চের ভাষণ
জনতার বুকে জেগেছে তুফানের গতি ৷
হে বিশ্ব সেরা সমর সেনাপতি
এই অপরূপ সোনার বাংলার স্থপতি ৷
তোমার ঘোষনায় গর্জে উঠে
বীর বাঙালির মুক্তিযোদ্ধের হাতিয়ার ‘৷
হে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি
জাতির পিতা শেখ মুজিবুর রহমান ৷
তোমার তর্জনীর দীপ্ত তেজে
ভয়ে কেপেছে কাপুরুষ দুশমন হায়েনা ৷
হে মহান নেতা বঙ্গবন্ধু জাতির পিতা
তোমার তুলনা কিছুতেই হয় না ৷
তোমার বিমূর্ত ছবি দেখি
শ্লোগান মুখরিত মিছিলের ভীড়ে ৷
সোনার বাংলার স্বাধীনতার উৎসবে
আর প্রতিটি ধূলিকণা ঘিরে ” ৷
ধনি গরিবের ব্যবধান মুছে দিতে
লড়েছিলে সমতার অঙ্গীকার ৷
সোনার বাংলা গড়তে বাকশাল ছিলো
যুগের সেরা জাতির উপহার ” ৷
অনন্তকাল বার বার
হে পিতা তুমি আসবে ফিরে . |
শোষিত বঞ্চিত জনতার ভীড়ে
বাংলা মায়ের তীর ভাঙ্গা নীড়ে ” ৷৷
মোঃ শহিদুল ইসলাম তালুকদার
প্রধান শিক্ষক
বাংলাদেশ আদর্শ শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়
পল্লবী মিরপুর ঢাকা ‘ ৷ তারিখ: – ১৪. ০৮.২০ ২১ খ্রী:
May be an image of 8 people, people standing and text

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..