1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন

১১০ বৎসরের পুরাতন আমাদের ঘারিন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও স্কুল – – – – রাসেদ খান

  • আপডেট টাইম : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৬৩০ বার

যাহা তৎকালিন মজুমদার গন দিয়ে গেছে। পরবর্তিকালে মজুমদার বাড়ি টিপু সাহব খরিদ ও ভোগ দখল করিয়া গেছেন তাহারাও কখনো স্কুল মাঠটি ছাএ ছাএী গ্রামের মানুষ ও ছেলে মেয়েদের জন্য উন্মুক্ত ছিল। পরবর্তি খরিদ্দারগন খেলার মাঠ টি দেখিয়া শুনিয়া ও বুঝিয়াই খরিদ করেছেন, এবং তাহারা খরিদ করার প্রায় ২০ বছর যাবত মোট ১১০ বছর যাবত মাঠ ব্যবহার করে আসছে স্কুল এর ছেলে মেয়েরা এবং গ্রামের ছেলে মেয়েরা যে খানে আমাদের বাপ দাদারা ও আমরা এবং আমাদের ছেলে মেয়েরা খেলাধুলা করে আসছে সেখানে দেয়াল উঠানো দুঃখ জনক। সেলিম ভাই কে অনুরোধ জানাবো আপনি এ সিদ্ধান্ত থেকে সরে আসবেন। গ্রামের সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন এতেই মঙ্গল নিহিত। জমি সংক্রান্ত আনেক জটিলতা আছে সবার মধ্যে।
আগামী শনিবার গ্রামের সকল ছেলে মেয়ে ভাই বন্ধু বয়োজেষ্ঠ গনদেরকে সকাল ১০ ঘটিকায় ঘারিন্দা মাঠে উপস্হিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। মাঠ পরিমাপ করে মাঠ বাচাতে আমরা এক ও অভিন্ন। এই পোস্ট টি ঘারিন্দার
সকলের নিকট বেশি বেশি শেয়ার করে প্রচার করুন। দশের লাঠি একের বোঝা এটা বুঝাতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..