1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
“এ খালেক ফাউন্ডেশন” দেশ ও মানুষের কল্যাণে যথাসাধ্য প্রচেষ্টায়…………… মৃন্ময়ীর খোঁজে – – – – নাহিদ সোলতানা নিপা ভালোবাসার বাঁধন – – – – জি জে আফরোজ # প্রিয়_মানুষ(সংক্ষিপ্ত) # নওশিন_তাওছিয়া_তাবাচ্ছুম(লেখনীতে) # বিদর্ভ_নগরী – – – – পাখি রায় প্রভাতী – – – সাফিনা আক্তার # ব্ল্যাকমেইল (সব পর্ব একসাথে) – – – লেখা: আফরিন শোভা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার ————- প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন ———————– প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার’ স্লোগান দেওয়াকে অত্যন্ত দুঃখজনক বলে আখ্যায়িত করেছেন —–

০৫/০৭/২৪ তারিখ রোজ শুক্রবার আলহাজ্ব মধু বেপারী উচ্চ বিদ্যালয় স্টাডি সেন্টারে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও বই উৎসব পালিত হয় ——

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ২১২ বার

 

উক্ত অনুষ্ঠানটি জাতীয় সঙ্গীত ও পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যেম শুরু করা হয়।পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মুফতি জুবায়ের আহমেদ সাহেব।অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আব্দুল মালেক।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,আলহাজ্ব মধু বেপারী উচ্চ বিদ্যালয় ও বেলাল আহমেদ কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাবেক চেয়ারম্যান ও কমিশনার ওয়ার্ড নং-০৩,ঢাকা সিটি কর্পোরেশন – আলহাজ্ব বেলাল আহমেদ সাহেব।আরো উপস্থিত ছিলেন সালমা আহমেদ,হৃদয়,মোঃ ইউনুস,ফেরদৌসী ইয়াসমিন,ফরিদুল হাসান,মোছাঃ লিপি খাতুন,আবুসুফিয়ান,রাজীব আহমেদ,নিলুফা ইয়াসমিন,নাসির উদ্দিন,ফাতেমা,সেলিনা,বৃষ্টি সকলেই উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আলহাজ্ব বেলাল আহমেদ, তার বক্তব্যে বলেন,জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের নিয়ে যেসব কর্মকান্ড করেছেন তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা শিক্ষা খাতে গৃহীত পদক্ষেপের মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন।স্কুল,কলেজ,মাদ্রাসায় নতুন নতুন ভবন নির্মাণ ও পুরাতন ভবন সংস্কারসহ নানাবিধ উন্নয়ন কর্মকান্ডে ভূমিকা রাখছেন।জাতীয় সংসদ সদস্য, ঢাকা-১৬ আসনের এম পি আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ এবং জাতীয় নিরাপত্তা সংসদীয় কমিটির সভাপতি তিনি।পল্লবী থানার সকল স্কুল,কলেজ ও মাদ্রাসার উন্নয়ন করছেন এবং আমাদের স্কুলের প্রতি নজর দিচ্ছেন।এমনকি বর্তমান সরকার সারা বাংলাদেশে বহু নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করে শিক্ষকদের বেতন কাঠামো পরিবর্তন করেছেন।তাছারা শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনই রঙ্গিন বই তুলে দেওয়া,গরিব ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান ও স্টুডেন্ট কাউন্সিল গঠনের বিষয় গুলোকে অধিক গুরুত্ব দেওয়ার ফলে ব্যাপক ভাবে শিক্ষার মানোন্নয়ন হচ্ছে।শিক্ষার সম্প্রসারণ,উন্নয়ন ও সবার জন্য মানসম্মত তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ।

No description available.

মীর আব্দুল মালেক

প্রধান শিক্ষক/সম্পাদক

আলহাজ্ব মধুবেপারী উচ্চ বিদ্যালয়

সেকশন-১০/এ,মিরপুর,পল্লবী,ঢাকা-১২১৬

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..