এতে অংশগ্রহন করেছিল বিজ্ঞান,কলা ও বানিজ্য শাখার কিছু বন্ধু/বান্ধবীরা।যারা অংশ গ্রহণ করেছিল তাদের নাম নিম্নে দেয়া হলোঃ-
(১)মুন্নি,
(২)জাভেদ,
(৩)রিনা,
(৪)আনোয়ার,
(৫)বাবু্,
(৬)লিংকন,
(৭)জনি,
(৮)তমাল,
(৯)তুহিন ,
(১০)বাবর,
(১১)মিরাজ,
(১২)বিথিকা,
(১৩)আলাল,
(১৪)আখি,
(১৫)শিপন,
(১৬)জাকির,
(১৭)নার্গিস,
(১৮)আহমেদ অপু,
(১৯)বাতেন খান তুহিন,
(২০)ফিরোজ,
(২১)শিমু,
(২২)নাদিম,
(২৩)জানে আলম রিপন,
(২৪)আল-আমিন,
(২৫)বাসার,
(২৬)অলক,
(২৭)শফিক,
(২৮)সেলিম মাহমুদ,
(২৯)সোহেল,
(৩০)খোরসেদ,
(৩১)মুরাদ,
(৩২)মৌসুমি,
(৩৩)পপি,
(৩৪)সমাপ্তি,
(৩৫)শারমিন,
(৩৬)রাতুল,
(৩৭)শামিম,
(৩৮)নাহিদ সুলতানা নিতি
(৩৯) হৃদয়।
আরো অনেক বন্ধু বান্ধবী ছিল অনেকের সংগে যোগাযোগ করা সম্ভব হয় নাই।আবার অনেকের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাদের বিভিন্ন ব্যাস্ততার কারণে যোগাযোগ করতে পারে নাই।আবার কেউ কেউ আছে যারা ঢাকার বাহিরে থাকে এবং বিদেশে থাকে তারাও অংশগ্রহন করতে পারে নাই।
এই অনুষ্ঠানটির মুলত সার্বিক সহযোগিতা করেছে তমাল,মুন্নি,হৃদয়,মিরাজ।
এই অনুষ্ঠানের বাড়তি আকর্ষন ছিল র্যাফেল ড্র যা সম্পুর্নভাবে স্পন্সর করেছে তমাল।যার জন্য তমালকে সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।যদিও তমালের আরো বেশি কিছু প্রাপ্য ধন্যবাদটা ক্ষুদ্র হয়ে যায়।এই অনুষ্ঠান এর আরো আকর্ষন ছিল যা রাতুল,সোহেল,নাদিম এবং খোরসেদ এর কন্ঠের মধুর গান যা থেকে যে কারনেই হোক সকলেই বঞ্চিত হয়েছে।ভবিষ্যতে যেন এ রকম আনন্দ থেকে বঞ্চিত না হই সকলের কাছে এটা খেয়াল রাখার অনুরোধ রইলো।
Leave a Reply