১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে সকল মেহনতী মানুষের প্রতি সংগ্রামী শুভেচ্ছা জানিয়েছেন বাংলালিংক এম্প্লয়ীজ ইউনিয়ন, সিবিএ। সংগঠনটির সভাপতি গোলাম মাহমুদ সোহাগ ও সাধারণ সম্পাদক মোঃ আশফাক হাসান খান এর যৌথ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন টেলিকম শিল্পের শ্রমিকসহ সকল মেহনতী মানুষের প্রতি। বিবৃতিতে উল্লেখ করেন, ১৮৮৬ সালের মে মাসে আমেরিকার নিউইয়র্ক শহরে হে মার্কেট চত্বরে দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনরত শ্রমিক সমাবেশে পুলিশের গুলিতে ১১ জন শ্রমিক প্রাণ হারায়। ১৩৫ বছর পরে আজও আমাদের ৮ ঘন্টা কাজের দাবিতে আন্দোলন করতে হচ্ছে। আইএলও কনভেনশন, বাংলাদেশ শ্রম আইন ও সর্বজনীন মানবাধিকার ঘোষণার বাস্তবায়ন আজও হয়নি। তারা বাংলাদেশে টেলিকম শিল্পের শ্রমিকদের সুরক্ষায় ১৩৫ তম মে দিবসের ১০ দফা দাবির কথা উল্লেখ করেন।
ফাইল ছবি
মহান মে দিবসের ডাক
১. টেলিকম শিল্পের দৈনিক ৮ ঘন্টা কর্ম সময় নির্ধারণ করো।
২. করোনাকালীন সময় মাঠ পর্যায়ের কর্মীদের ঝুঁকি ভাতা প্রদান করো।
৩. স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক নিয়োগ বন্ধ করো।
৪. বেতন বৈষম্য দূর করে ন্যায্যতার ভিত্তিতে বেতন কাঠামো তৈরি করো।
৫. শ্রম আইন বিরোধী সকল নীতিমালা বাতিল করো।
৬. ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধ করো।
৭. নিয়োগকৃত আউটসোর্স কর্মীদের বাৎসরিক ছুটি, গ্রাচুইটি, প্রভিডেন্ট ফান্ডসহ সকল সামাজিক সুরক্ষা নিশ্চিত
করো।
৮. করোনামহামারী সময় কর্মীদের অফিসে যাতায়াতের পরিবহন প্রদান করো।
৯. অবৈধ ভাবে শ্রমিক ছাঁটাই বন্ধ করো।
১০. লাভজনক টেলিকম শিল্পে শ্রমিকের ন্যায্য লভ্যাংশ, বৈশাখী ভাতা, পিতা-মাতার চিকিৎসা ভাতা প্রদান করো
উল্লেখ্য যে, বাংলালিংক এমপ্লয়িজ ইউনিয়ন দেশের মোবাইল ফোন অপারেটর কোম্পানি গুলোর ভিতর শ্রমিকদের দ্বিতীয় সংগঠন। এরপূর্বে দেশের সর্ববৃহৎ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের কর্মীদের সমন্বয়ে গঠিত গ্রামীণফোন এম্প্লয়িজ ইউনিয়ন তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।
ফাইল ছবি
Leave a Reply