‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত দেশের সকল জনগণ’ এই প্রতিপাদ্য নিয়ে আজ ১২ ডিসেম্বর দেশব্যাপী জেলা–উপজেলা এবং বিদেশের বাংলাদেশ দূতাবাসগুলোতে উদযাপিত হয় ‘ডিজিটাল বাংলাদেশ দিবস– ২০২১’ । দেশের বিপিও/আউটসোর্সিং শিল্পের একক ও কেন্দ্রীয় বাণিজ্য সংস্থা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) প্রতিবারের মতো এবারও দিবসটি যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখরভাবে উদযাপনের লক্ষ্যে সকাল ০৭.০০ টায় ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদনের মাধ্যমে দিবসটির আয়োজনে অংশগ্রহণ করে । এসময় বাক্কোর সভাপতি জনাব ওয়াহিদ শরীফ, যুগ্ম সাধারন সম্পাদক জনাব মোঃ তানজিরুল বাসার, ডিরেক্টর জনাব আবু দাউদ খান এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উপস্থিতিতে সকাল ১০.০০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) এর হল অব ফেম-এ ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন খাতে অবদানের জন্য পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহ্মেদ পলক এমপি ।
বাক্কো সদস্য প্রতিষ্ঠান ‘মাই আউটসোর্সিং লিমিটেড’ জেলা পর্যায়ে ‘ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২১’ এর “কারিগরি– বেসরকারি (শ্রেষ্ঠ প্রতিষ্ঠান)” ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করে । মাই আউটসোর্সিং লিমিটেড এর পক্ষ থেকে অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক এবং বাক্কোর যুগ্ম সাধারন সম্পাদক জনাব মোঃ তানজিরুল বাসার অ্যাওয়ার্ড গ্রহণ করেন । বিকালে ডিজিটাল বাংলাদেশ দিবস প্রতিপাদ্য নির্ভর জাতীয় সেমিনার এর আয়োজন করা হয় । সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আনিসুল হক এমপি । সন্ধ্যায় ডিজিটাল বাংলাদেশ কনসার্ট ২০২১ আয়োজনের মধ্য দিয়ে দিবসটির সকল আয়োজনের সমাপ্তি ঘটে । ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপনে প্রতিটি আয়োজনে বাক্কোর সক্রিয় অংশগ্রহণ ব্যাপকভাবে প্রশংসিত হয় ।
মাজহারুল ইসলাম মিচেল
স্টাফ রিপোর্টার
Leave a Reply