1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ন

বাবা তুমি কেন আমায় এতো ভালবাস – – – জাকির খান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৪৬২ বার

 

বাবা তুমি কেন আমায় এতো ভালবাস।

আমি তোমার সন্তান বলেই কি,

তুমি আমায় এতো ভালবাস।

তোমার ভালবাসার ঋণের দায়ে কিন্তু আমি দায়বদ্ধ।

এছাড়া তুমি আমার জন্মদাতা হয়েও করেছ আমায় ঋণী।

তোমার সাধ্যমতো তুমি আমার ভরণপোষণ,লেখা-পড়া,করিয়ে উপযুক্ত মানুষ করার চেষ্টা করেও তুমি করেছ আমায় ঋণী।

তোমার কাছে অনেক কিছুর জন্যই আমি চিরঋণী হয়ে থাকব।

জানিনা শোধ করার মতো কোন ঋণ আছে কিনা।

যদি থাকে তবে সেসব ঋণ শোধ করে কিছুটা দায়মুক্ত হওয়ার চেষ্টা করবো।

আর যেসব ঋণ শোধ হবার নয়।

তা যদি তোমার মৃত্যুর কালে,

অথবা আমার মৃত্যুর পরে ক্ষমা করো।

তবেই আমি ঋণমুক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হতে পারবো।

 

৫/১০/৯৯ রাত ১২টা১০মিঃ মঙ্গলবার

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..