একমাত্র আমাদের কাছেই রয়েছে সকল ব্র্যান্ডের ওয়াটার পিউরিফায়ার।
SK Corporation নিয়ে এসেছে 7 স্তরের মেড ইন তাইওয়ান রিভার্স অসমোসিস সিস্টেম ও অ্যালকালাইন ওয়াটার ফিল্টার কার্টিজ সহ বিশাল ছাড়ে
এই অফার স্টক থাকা পর্যন্ত কার্যকর হবে।
যেসকল সুবিধা সমূহ পাচ্ছেনঃ
EMI সুবিধা রয়েছে, আমরা দেশের 27 টি ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ।
৭ স্টেজের বিশুদ্ধ পানির সুব্যবস্থা।
পানি ফুটানো এবং ঢালার ঝামেলা হতে মুক্তি।
পরিশোধিত বিশুদ্ধ খাবার পানির নিশ্চয়তা।
পানি হতে আয়রন ও সীসা মুক্তিকরন।
পানিতে কোন ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস থাকতে পারে না।
মেইড ইন চায়না, ভিয়েতনাম ও তাইওয়ান।
Leave a Reply