ত্যাগের মহিমায় অর্জিত অনুভূতি হতে
জীয়ন্তকাল অকাতরে বিলায়েছ সহানুভূতি,
একদা অমাত্য ছেড়ে হয়েছিলে দলপতি।
জীয়ন্তকাল অকাতরে বিলায়েছ সহানুভূতি,
একদা অমাত্য ছেড়ে হয়েছিলে দলপতি।
মস্ত মহানুভবে মহামানব তুমি “স্বয়ম্ভূ
ঐতিহাসিক সেই রেসকোর্স ময়দানে
নিয়ুত জনতার চোখে- মুখে বেজে ওঠে একসূর
আমরা বাঙ্গালী,আমরা মানুষ তুমি “বঙ্গবন্ধু”
ঐতিহাসিক সেই রেসকোর্স ময়দানে
নিয়ুত জনতার চোখে- মুখে বেজে ওঠে একসূর
আমরা বাঙ্গালী,আমরা মানুষ তুমি “বঙ্গবন্ধু”
গাঁটছড়া অটুট বন্ধনে,
মিশেরবে চিরকাল গৃহাকূল জাতির ক্রন্দনে।
মিশেরবে চিরকাল গৃহাকূল জাতির ক্রন্দনে।
বিশাল হৃদয় কোনে থাকা ময়া- মমতা,
শাশ্বত ভালবাসা তোমার সাত আসমান ছোঁয়া।
দিক-ধারা,দফা-রফার স্রোতের গভীরতা,
দরিয়ার পানি সম দুনিয়া জোড়া।
শাশ্বত ভালবাসা তোমার সাত আসমান ছোঁয়া।
দিক-ধারা,দফা-রফার স্রোতের গভীরতা,
দরিয়ার পানি সম দুনিয়া জোড়া।
প্রহরতার প্রবাহে বজ্র- বাগ্মীতার বিবাচনে,
গগনচুম্বি গণভিত মূলে গণভোটে গণরায় নিয়ে,
মুক্তির মন্ত্রে গোটা জাতিকে দিক্ষীত করে,
অধিকারের পরিশেষ “স্বাধীনতা” এনেছো ছিনিয়ে।
গগনচুম্বি গণভিত মূলে গণভোটে গণরায় নিয়ে,
মুক্তির মন্ত্রে গোটা জাতিকে দিক্ষীত করে,
অধিকারের পরিশেষ “স্বাধীনতা” এনেছো ছিনিয়ে।
রহম,সোহম্,অহমের অতি গুনগরিমার তরে,
কেঁপেছে বিশ্ব দরবার জাতির পিতার পদভারে।
জাতির জাত রক্ষায় চুটেছো দুনিয়ার দ্বারে-দ্বারে।
কেঁপেছে বিশ্ব দরবার জাতির পিতার পদভারে।
জাতির জাত রক্ষায় চুটেছো দুনিয়ার দ্বারে-দ্বারে।
জগতজান্তারা চেয়ে রয় বিশ্ব নেতা কি কয় ?
একনিষ্ঠ কর্মী থেকে নেতা,সাধারন থেকে অসাধারন,
এ এক অবিশঙ্ক ইতিহাস চারীর বিশ্ব জয়।
একনিষ্ঠ কর্মী থেকে নেতা,সাধারন থেকে অসাধারন,
এ এক অবিশঙ্ক ইতিহাস চারীর বিশ্ব জয়।
তোমায় হারিয়ে হাপিত্যেশ,
চলেছে বাদানুবাদ ঘটেছে বিদ্বেষ।
নিন্দুকরা নেচেছে,হিংসুকরা হেঁসেছে,
অব্যক্ত আত্মগ্লানি বুকে চেপে নিভৃতে কাঁদে বাংলাদেশ।
চলেছে বাদানুবাদ ঘটেছে বিদ্বেষ।
নিন্দুকরা নেচেছে,হিংসুকরা হেঁসেছে,
অব্যক্ত আত্মগ্লানি বুকে চেপে নিভৃতে কাঁদে বাংলাদেশ।
Leave a Reply