ফিলিস্তিনে মুসলমানরা বিপদে আজ আছে
ইহুদিদের নির্যাতনে কষ্টে জীবন বাঁচে ।
বলবো কত ইহুদিদের নির্যাতনের কথা?
ন্যায্য দাবি মুসলমানদের চাই যে স্বাধীনতা ।
মুসলমানদের নিয়ে চলছে ষড়যন্ত্র কত
বীর মুসলমান ওদের কাছে হবে কি আর নত?
শোকের ছায়া ফিলিস্তিনের সবার ঘরে ঘরে
প্রথম কিবলা আকসা মসজিদ দখল ওরা করে ।
দ্বীন ইসলামের বিজয় হবে এই স্লোগান মুখে
শান্তির জোয়ার আসবে ফিরে মুসলমানদের বুকে ।
মুসলমানদের শত্রুরা সব ধ্বংস হয়ে যাবে
সন্দেহ নেই পাপের শাস্তি খুব অচিরেই পাবে ।
বিশ্বের মুসলিম জেগে ওঠো জাগবে বলো কবে?
এক হয়ে আজ ইহুদিদের রুখে দিতে হবে ।
ফিলিস্তিনে লাশের মিছিল ঝরছে দেহে রক্ত
মুসলিম তবু হার মানেনা ঈমানটা খুব শক্ত ।
Leave a Reply