মাননীয়
মন্ত্রী
স্থানীয় সরকার মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ সচিবালয়,ঢাকা।
বিষয়ঃ- নিজের নাম প্রচারের জন্য কম্বল বিতরনের নামে কুমিল্লাবাসীকে অপমান থেকে রক্ষাকরণ প্রসঙ্গে।
মহোদয়,
আপনার সদয় অবগতি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জানাচ্ছি যে, শিক্ষা,অর্থনীতি, কৃষি,বৈদেশিক মুদ্রা অর্জন,সংস্কৃতি আরও অনেক দিক থেকে কুমিল্লা বাংলাদেশের উন্নয়নের রোল মডেল এবং অগ্রণী জেলা।এই জেলায় টাকার অভাবে একটা নিম্নমানের কম্বল কিনতে পারে না এমন লোক নেই বললেই চলে।ইদানিং লক্ষ্য করছি এক জাতীয় হাইব্রিড দানবীর কম্বল বিতরণের নামে নিজের নাম ফুটানোর জন্য ফটো সেশন করছে।যা কুমিল্লাবাসীর জন্য অত্যন্ত লজ্জার বিষয়।এর মাধ্যমে বাংলাদেশের অন্য জেলার মানুষের কাছে কুমিল্লাবাসীকে অপমান করা হয়।ফটোসেশনের উদ্দ্যেশ্যে যে অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং মানুষের যে কর্মঘন্টা নষ্ট হয় তার মূল্য কম্বলের মূল্যের চেয়েও অনেক বেশি।তারপরও যদি কাউকে দান করতে হয় তার জন্য ফটোসেশন করা লাগে না।গোপনে করলেই হয়।আমি শত শত কম্বল এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে বিতরণ করেছি,কোন একটি ফটোও আমি ধারণ ও সংরক্ষণ করি নাই।
এমতাবস্থায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ পূর্বক বাধিত করবেন।
নিবেদক
লায়ন মোঃ খোরশেদ সেলিম
কালিরহাট, কুমিল্লা-৩৫০১।
সদস্য, বৃহত্তর কুমিল্লা সমিতি, ঢাকা।
তারিখঃ-২৪-০১-২০২৪
সদয় অবগতির জন্য প্রেরিত হলোঃ
১। জেলা প্রশাসক, কুমিল্লা।
Leave a Reply